বিশেষ প্রতিবেদকঃতথ্যপ্রযুক্তি জ্ঞান অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করাই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেন, ‘আইসিটি স্কাউট জাম্বুরি কেবল স্কাউট আন্দোলনকে শক্তিশালী করছে না, বরং স্মার্ট বাংলাদেশের বাস্তবায়নে তরুণদের গুরুত্বপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করছে।’ শনিবার (২০ সেপ্টেম্বর) গাজীপুরের মৌচাক জাতীয় স্কাউট ট্রেনিং সেন্টারে আয়োজিত তৃতীয় জাতীয় আইসিটি স্কাউট জাম্বুরি ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘আইসিটি বিভাগ শিগগিরই সারা দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং তথ্যপ্রযুক্তি-ভিত্তিক দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের আয়োজন করবে। এর মাধ্যমে একটি জ্ঞানভিত্তিক, প্রযুক্তি-সক্ষম এবং মানবিক মূল্যবোধসম্পন্ন তরুণ সমাজ গড়ে তোলা সম্ভব হবে।’ তরুণদের উদ্দেশে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘জ্ঞান, উদ্ভাবন, নেতৃত্ব ও অভিজ্ঞতা বিনিময়ের...