বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্ব পেলেন সালমা খাতুন। জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে অনুষ্ঠানিকভাবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার বিসিবির বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ১ অক্টোবর থেকে নারী দলের নির্বাচক হিসেবে কাজ শুরু করবেন সালমা। নারী দলের একমাত্র নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করছেন সাজ্জাদ আহমেদ...