২০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৫ পিএম ফেব্রুয়ারিতেই পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, নির্বাচনের জন্য কোনভাবেই অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষিত সময়সীমা অতিক্রম করা যাবে না। সরকার আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের যেই ঘোষণা দিয়েছে, সেই সময়সীমার মধ্যেই নির্বাচন হতে হবে। তবে সরকার নির্বাচনের সময়সীমা ঘোষণা করলেও কোন পদ্ধতিতে নির্বাচন হবে সেটি স্পষ্ট করেনি। অবশ্যই সরকারের ঘোষিত সময়সীমার আগেই জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে সেই আলোকে নির্বাচন হতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে কোনো টালবাহানা জাতি মেনে নিবে না। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত গণসংযোগ পক্ষের দাওয়াতী অভিযান পূর্বক মতিঝিলে অনুষ্ঠিত পথসভায়...