বাংলাদেশে পা রেখেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। ১৯ সেপ্টেম্বর দুপুরে নিজের ফেসবুক পেজ থেকে বাংলাদেশে অবস্থানের বিষয়টি নিশ্চিত করেন তিনি। গত ১৮ সেপ্টেম্বর রাতে সানসিল্কের আমন্ত্রণে বাংলাদেশে এসেছেন হানিয়া। তার আগমনে সোশ্যাল মিডিয়ায় ঝড় বয়ে যাচ্ছে। নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করছেন তার সফর ঘিরে। পুরান ঢাকায় তার ফুচকা খাওয়ার ভিডিও এবং ছবি ছড়িয়ে পড়েছে। স্বাধীন ভয়েস নামে পেজে লেখা হয়েছে, ‘বাংলাদেশের মাটিতে পা দিতেই রাজরানি হয়ে উঠলেন হানিয়া আমির! বললেন, ‘আমি তোমাকে ভালোবাসি...’ ইচ্ছে ঘুড়ি পেজে গাড়িতে চোখ বন্ধ করে হেলান দেওয়া একটি ছবি পোস্ট করে লেখা হয়েছে, ‘বাংলাদেশের ট্রাফিক জ্যাম দেইখা অজ্ঞান হয়ে গেছে হানিয়া আমির।’ আরও পড়ুননুরা পাগলা আর নুরাল পাগলা আলাদা ব্যক্তিহাসপাতালে বিয়ে নতুন এক ইতিহাস সাকিবুর রহমান একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘বাংলাদেশে এসে রাফসান দ্য...