২০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৯ পিএম বরগুনা জেলায় তিন আসন পূর্নবহালের দাবি জানিয়েছেন জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে বরগুনা জেলার ৩টি সংসদীয় আসন পূর্ণবহাল বাস্তবায়ন কমিটি উদ্যােগে এক সংবাদ সম্মেলনে বরগুনা জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এবং বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ওমর আব্দুল্লাহ শাহীন বলেন, এ জেলায় প্রায় ১১ লক্ষ ভোটার। অষ্টম জাতীয় নির্বাচনের পর ফ্যাসিস্ট আওয়ামী লীগের কিছু সুবিধাভোগী নেতা বরগুনাবাসীর সাথে বিশ্বাসঘাতকতা করে তিন আসনকে বিলুপ্ত করে দুটি আসন করে। তিনি বলেন, এই দাবি শুধুই একটি জেলার পূর্বের ৩টি সংসদীয় আসন পূর্নবহালের দাবি নয়, এটি গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের কণ্ঠস্বরের দাবি। আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা স্পষ্ট করে বলতে চাই - বরগুনার পূর্বের ৩টি সংসদীয়...