সময় যত ঘনিয়ে আসছে, ফুটবল বিশ্বকাপ নিয়ে উন্মাদনা তত বাড়ছে। ২০২৬ আসরের টিকেট নিয়েও যেন লেগে গেছে কাড়াকাড়ি। অগ্রিম টিকেটের জন্য প্রথম ধাপে বিশ্বের ৪৫ লাখেরও বেশি মানুষ আবেদন করেছেন। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা ফিফা শুক্রবার বিবৃতিতে জানায়, সবচেয়ে বেশি আবেদন এসেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র থেকে। টুর্নামেন্টের আরও দুই সহ-আয়োজক দেশ মেক্সিকো ও কানাডা থেকে অনেক ফুটবলপ্রেমীও আবেদন করেছেন। এদিন শেষ হওয়া এই ধাপে কেবল ভিসা কার্ডধারীদের জন্য আবেদনের সুযোগ দেওয়া হয়েছিল। ২১৬টি দেশ ও অঞ্চল থেকে ভক্তরা টিকেটের জন্য আবেদন করেছেন। আবেদনকারী দেশের তালিকায় শীর্ষ দশের বাকি সাতটি হচ্ছে জার্মানি, ইংল্যান্ড, ব্রাজিল, আর্জেন্টিনা, কলম্বিয়া, স্পেন ও ইতালি। তবে কোন দেশ থেকে কতজন আবেদন করেছেন, সেই সংখ্যা প্রকাশ করেনি ফিফা। গত ৯ সেপ্টেম্বর থেকে শুক্রবার পর্যন্ত চলা টিকেট বিক্রির এই...