হান্নান সরকার দায়িত্ব ছাড়ার পর খালি হয়েছিল নির্বাচকের পদ। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর সঙ্গে দায়িত্ব পালন করছিলেন আব্দুর রাজ্জাক। হান্নানের খালি জায়গায় এবার নতুন একজনকে দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের নতুন নির্বাচক হিসেবে নিযুক্ত হলেন সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত। গত সাত মাস ধরে দুজন নির্বাচক নিয়ে কাজ চালিয়ে যাচ্ছিল বিসিবি। শোনা যাচ্ছিল, চাপ কমাতে খালি জায়গায় আরেকজনকে আনা হবে। আজ শনিবার (২০ সেপ্টেম্বর) অবশেষে সেই দায়িত্ব দেওয়া হয়েছে শান্তকে। সাবেক এই পেসার এর আগেও কাজ করেছিলেন বিসিবির...