ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার। সম্প্রতি তিনি ফেসবুকে প্রকাশ করেছেন দীর্ঘদিনের জমে থাকা অভিমান। তিনি জানিয়েছেন, একরকম চরিত্র আর একই ধাঁচের গল্পে আটকে গিয়ে অভিনয় করতে করতে হতাশ বোধ করছেন তিনি। এক পোস্টে তিনি স্পষ্ট করেছেন, আগামী মাস থেকে যদি নাটকের গল্পে পরিবর্তন না আসে তাহলে তিনি আর অভিনয় করতে চান না। শামীম লিখেছেন, “দিন শেষে আমাকে বলে দেওয়া হয় আমি ‘একই রকম অভিনয় করি’ বা ‘হাউ কাউ করি’। এই কথাগুলো শুনতে শুনতে বছরের পর বছর কাজ করে যাচ্ছি। এই রুচি আমার না বরং এর পেছনে অন্যদের অবদানই বেশি।” তিনি জানিয়েছেন, ‘অভিনয়ের ক্ষুধা আপনি টাকা দিয়ে পূরণ করতে পারবেন না। অন্য কোনো দায়িত্ব দেন, কষ্ট হোক করতে রাজি আছি। কিন্তু একই ধরনের চরিত্র থেকে আমাকেও মুক্তি দিন। আমি বোরড!...