আবদুর রাজ্জাককে নিয়ে দীর্ঘদিন জাতীয় দলের নির্বাচক কমিটি সামলেছেন গাজী আশরাফ হোসেন লিপু। হান্নান সরকার সরে দাঁড়ানোর পর তার এই কমিটিতে দীর্ঘদিন তিন নম্বর জায়গাটি ছিল ফাঁকা। অবশেষে আরও একজন সতীর্থ পেলেন লিপু এবং রাজ্জাকরা। জাতীয় দলের সাবেক পেসার, ৪৮ বছর বয়সী হাসিবুল হোসেন শান্তকে তৃতীয় নির্বাচক হিসেবে মনোনয়ন দিলো বিসিবি। একই সঙ্গে বাংলাদেশ নারী ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক অধিনায়ক সালমা খাতুনকে। নারী দলের নির্বাচক হিসেবে এতদিন একা দায়িত্ব পালন করছিলেন সাজ্জাদ হোসেন শিপন। এবার তার সঙ্গী হিসেবে দায়িত্ব পেয়েছেন সালমা খাতুন। যিনি এক সময় নারী টি-টোয়েন্টি র্যাংকিংয়ে শীর্ষ অলরাউন্ডার ছিলেন। আজ বিসিবিতে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় নির্বাচক বিষয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে, জাগো নিউজে আগেই সংবাদ ছাপা হয়েছিল, বোর্ড হাসিবুল হোসেন শান্তকে তৃতীয় নির্বাচক এবং...