ঢাকা: বাংলাদেশ থেকে ইলিশ আসার খবরে কলকাতার মানুষ শুরুতে খুশি হলেও, অতিরিক্ত দামের কারণে আগ্রহ হারাতে শুরু করেছেন তারা। ফলে বাংলাদেশি ইলিশের আমদানি অব্যাহত থাকবে কি না, তা নিয়ে চিন্তায় পড়েছেন আমদানিকারকরা। শনিবার (২০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবর টাইমস অব ইন্ডিয়া।বৃহস্পতিবার কলকাতার বিভিন্ন বাজারে বাংলাদেশি ইলিশ তেমন সাড়া পায়নি। এরপর শুক্রবার লেক মার্কেট, গারিয়াহাট ও মানিকতলার খুচরা ব্যবসায়ীরা হাওড়ার পাইকারি বাজার থেকে খুবই সীমিত পরিমাণে—মাত্র ৫ থেকে ২৫ কেজি করে ইলিশ সংগ্রহ করেছেন।এদিকে শোনা যাচ্ছে, গুজরাট থেকে বড় একটি ইলিশের চালান কলকাতায় আসছে। এতে করে বাংলাদেশি ইলিশের বাজার আরও ক্ষতির মুখে পড়তে পারে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা। তাদের মতে, গুজরাটের ইলিশ সাধারণ ক্রেতাদের সাধ্যের মধ্যে থাকবে।বর্তমানে কলকাতায় বাংলাদেশের এক কেজির বেশি ওজনের একটি ইলিশ বিক্রি হচ্ছে...