কিন্তু সব সময় চার্জার প্লাগে লাগিয়ে রাখা কী ঝুঁকিপূর্ণ? বা এর সঙ্গে বিদ্যুতের খরচও কোনো সম্পর্ক রয়েছে? এমন সব প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক ‘ইউনিভার্সিটি অফ মেলবোর্ন’-এর পাওয়ার ইলেকট্রনিক্সের বিভাগের শিক্ষক গ্লেন ফারিভারের কাছ থেকে। স্বাভাবিকভাবেই সব চার্জার একরকম নয়। ব্যবহারের ধরন ও বিদ্যুতের চাহিদার ওপর নির্ভর করে এগুলোর অভ্যন্তরীণ গঠন অনেক সহজ থেকে জটিল হতে পারে। তবে সাধারণ চার্জার প্লাগ থেকে আসা ‘অল্টারনেটিং কারেন্ট’ বা এসিকে গ্রহণ করে সেটিকে ডিভাইসের ব্যাটারির জন্য উপযোগী কম ভোল্টেজের ‘ডাইরেক্ট কারেন্ট’ বা ডিসিতে রূপান্তর করে। ডিসি ও এসি-এর মধ্যে পার্থক্য বুঝতে হলে একটি তারের মধ্যে ইলেকট্রনের প্রবাহ চিন্তা করতে হবে, যেখানে ডিসি সার্কিটে ইলেকট্রন একদিকেই চলে ও সার্কিটে ঘুরতে থাকে। আর এসি সার্কিটে ইলেকট্রন সার্কিটে একই দিকে ক্রমাগত ঘোরে না, বরং অতি দ্রুত...