বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরায় অবস্থিত ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির কর্পোরেট অফিসে লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের সহায়তায়, জনাব শেখ মো. গোলাম মোস্তফার ফায়ার সেইফটি ম্যানেজমেন্ট, ইএইচএস বিভাগের সঞ্চালনায় ‘অগ্নিনির্বাপন, জরুরি উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা’ বিষয়ক এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রাজু আহমেদ, স্টেশন অফিসার উদ্দীপন ভক্ত এবং স্টেশন অফিসার মো. মোজাহারুল। এতে ওয়ালটন কর্পোরেট অফিসের সকল স্তরের ৪০ জন কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির কর্পোরেট অফিসের প্রশাসন বিভাগের প্রধান মোঃ কুদরত মোল্যা প্রশিক্ষণের উদ্বোধন করেন এবং উপস্থিত সকলের উদ্দেশে বক্তব্য রাখেন। প্রসঙ্গত, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার অব্যাহত প্রচেষ্টার অংশ হিসেবে ওয়ালটন গ্রুপ নিয়মিত অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ ও মহড়ার আয়োজন করে।...