নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের তিন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে "খেতে যাওয়ার" অভিযোগে। এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ পুলিশ ব্যাখ্যা দিয়েছে, কেন তাদের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। বাংলাদেশ পুলিশের অফিশিয়াল ফেসবুক পেজে শনিবার (২০ সেপ্টেম্বর) দেওয়া এক পোস্টে জানানো হয়, স্পর্শকাতর সময়গুলোতে পুলিশের দায়িত্ব, কর্মবণ্টন ও বিশ্রামসংক্রান্ত নিয়মাবলি একটি নির্দিষ্ট স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) অনুযায়ী পরিচালিত হয়। পুলিশের ভাষ্য মতে, সদস্যদের খাওয়া ও বিশ্রামের সুযোগ অবশ্যই থাকে, কিন্তু সবাই একসঙ্গে এই সুযোগ পান না। এটা ধাপে ধাপে দেওয়া হয়, যাতে দায়িত্ব পালনে কোনো বিঘ্ন না ঘটে। কিন্তু অভিযুক্ত তিন কর্মকর্তা এসওপি অনুসরণ না করেই একসঙ্গে খেতে গিয়েছিলেন, ফলে দায়িত্ব পালনে গাফিলতি হয়। এজন্য তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। এর আগে, ডিএমপির তেজগাঁও বিভাগের আওতাধীন...