গাজীপুর, মৌচাক | ২০ সেপ্টেম্বর ২০২৫গাজীপুরের মৌচাকে জাতীয় স্কাউট ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত তৃতীয় জাতীয় আইসিটি স্কাউট জাম্বুরীতে তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তি জ্ঞান দিয়ে দক্ষ মানবসম্পদে পরিণত করার ওপর গুরুত্বারোপ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তি জ্ঞান দিয়ে দক্ষ মানবসম্পদে পরিণত করাই সরকারের লক্ষ্য। আইসিটি স্কাউট জাম্বুরি কেবল স্কাউট আন্দোলনের শক্তি বাড়াচ্ছে না, বরং দেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ তৈরি করছে।”তিনি আরও জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও তথ্যপ্রযুক্তি দক্ষতা উন্নয়নে দেশব্যাপী প্রশিক্ষণ আয়োজন করবে আইসিটি বিভাগ। পাশাপাশি স্কাউটদের নৈতিকতা, নেতৃত্বগুণ ও সেবামূলক মনোভাব অর্জনের গুরুত্ব তুলে ধরেন তিনি।ফয়েজ আহমদ তৈয়্যব তরুণদের উদ্দেশ্যে বলেন, জ্ঞান, উদ্ভাবন, অভিজ্ঞতা বিনিময় ও নেতৃত্ব বিকাশের মাধ্যমে স্কাউটরা ভবিষ্যতে...