নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে বর্তমানে সরকারি নারী কর্মচারীরা ছয় মাসের মাতৃত্বকালীন ছুটির সুযোগ পেলেও পুরুষদের জন্য কোনো পিতৃত্বকালীন ছুটি নেই। অথচ সন্তান জন্মের পর মা ও নবজাতকের সঠিক পরিচর্যা ও মানসিক সহায়তায় বাবার সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টি বিবেচনায় নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি চাকরিজীবী পুরুষদের জন্য ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি প্রস্তাব করেছে। প্রস্তাব অনুযায়ী, সন্তান জন্মের সম্ভাব্য তারিখ থেকে পরবর্তী ছয় মাসের মধ্যে যেকোনো সময় একটানা ১৫ দিন ছুটি নেওয়া যাবে, এবং চাকরি জীবনে দুইবার এ সুবিধা পাওয়া যাবে। এ ছুটি গড় বেতনে দেওয়ার কথা বলা হয়েছে। প্রস্তাবের সূত্রপাত হয় ২০২৪ সালের জেলা প্রশাসক সম্মেলনে, যেখানে তৎকালীন টাঙ্গাইলের ডিসি মো. মাহবুব হোসেন এই ছুটির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এরপর জনপ্রশাসন মন্ত্রণালয় প্রস্তাবটি নিয়ে আলোচনা করে সেটিকে মধ্যমেয়াদি সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করে...