এশিয়া কাপ সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলন বাতিল করেছে পাকিস্তান দল। টুর্নামেন্ট সংশ্লিষ্ট এক সূত্রে ভারতীয় সংবাদমাধ্যম ‘এনডিটিভি’ জানিয়েছে, ‘পাকিস্তান আবারও প্রি-ম্যাচ প্রেস কনফারেন্স বাতিল করেছে, যাতে পাইক্রফটের ম্যাচ রেফারি হওয়া ও নো-হ্যান্ডশেক বিতর্ক নিয়ে প্রশ্ন এড়ানো যায়।’ রোববারের ভারত-পাকিস্তান ম্যাচেও ম্যাচ রেফারি হিসেবে থাকছেন আইসিসির এলিট প্যানেলের অ্যান্ডি পাইক্রফট। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে সরাতে আইসিসিকে দুই দফা চিঠি দিয়েছিল, দাবি করেছিল পাইক্রফট ‘স্পিরিট অব দ্য গেম’ ভঙ্গ করেছেন। তবে আইসিসি সেই দাবি নাকচ করে জানায়, পাইক্রফট কেবল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ভেন্যু ম্যানেজারের বার্তাই পৌঁছে দিয়েছিলেন। গত সপ্তাহে ভারত-পাকিস্তান ম্যাচে করমর্দন এড়িয়ে যায় ভারতীয় দল। টসে সূর্যকুমার যাদবও প্রচলিত নিয়ম মানেননি। ওই ম্যাচেই রেফারি ছিলেন পাইক্রফট, যাকে ঘিরেই পাকিস্তান অভিযোগ তোলে। পাকিস্তানের দাবি, পাইক্রফট...