এশিয়া কাপে টিকে থাকার লড়াই পেরিয়ে এখন নতুন স্বপ্নে বাংলাদেশ। এবার লক্ষ্য ট্রফি ছুঁয়ে দেখা। সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে আজ শনিবার (২০ সেপ্টম্বর) শ্রীলঙ্কার মুখোমুখি হতে যাচ্ছে লিটনরা। গ্রুপ পর্বের হারের জবাব দেওয়ার পাশাপাশি ফাইনালে ওঠার লড়াইয়ে একধাপ এগিয়ে থাকতে চাইবে লিটনরা। আজ এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় (স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টা)। দুবাইতে আজ বৃষ্টির কোনো শঙ্কা নেই। দিনের তাপমাত্রা বেশি থাকবে এবং খেলা শুরু হওয়ার পরও তাপমাত্রা খুব একটা কমবে না। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, স্বাভাবিকভাবেই আজ সন্ধ্যার আবহাওয়া হবে গরম ও শুষ্ক। আকুওয়েদার অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় সেখানে তাপমাত্রা থাকবে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যার পর থেকে বৃষ্টির কোনো সম্ভাবনা...