রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সহকারী প্রক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এক আসামিকে। ওই আসামি হলেন, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মো.মনিরুল ইসলাম।আরো পড়ুন:মাদারীপুরে রাকিব হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তারকুমিল্লায় চার মাজারে হামলা, ২২০০ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লায় চার মাজারে হামলা, ২২০০ জনের বিরুদ্ধে মামলা জানা যায়, বর্তমান প্রক্টর এবং ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ড. ফেরদৌস রহমানের বিশেষ সুপারিশে জুলাই মামলার ওই আসামিকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। এজহারের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, জুলাই আন্দোলনে রংপুর শহরে আহত মো. শহিদুল ইসলাম বাদী হয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ ১৪০ জনের নাম উল্লেখ করে রংপুর শহরের কোতায়ালী থানায় এ মামলা দায়ের করেন। মামলার নথি পর্যালোচনা করে দেখা...