বিদেশি সরকারগুলো ন্যূনতম আর্থিক স্বচ্ছতার শর্ত পূরণ করছে কিনা তা পর্যালোচনা করে থাকে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এ লক্ষ্যে প্রতিবছর ফিসক্যাল ট্রান্সপারেন্সি রিপোর্ট বা আর্থিক স্বচ্ছতা প্রতিবেদন প্রকাশ করে তারা। ২০২৪ অর্থবছরের আইন ও ২০২৫ সালের নিয়ম অনুযায়ী, যেসব দেশ মার্কিন সহায়তা পায় তাদের জন্য বাজেট স্বচ্ছতার নিয়ম আরও শক্ত করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, সরকারগুলোকে বাজেট সংক্রান্ত নথি জনসমক্ষে উন্মুক্ত, পূর্ণাঙ্গ ও নির্ভরযোগ্য করতে হবে। ২০২৫ সালের রিপোর্টে আগের বছরের তুলনায় মানদণ্ড আরও কঠোর করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের আর্থিক খাতের স্বচ্ছতা আনতে আটটি পরামর্শ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মূলত আগের সরকারের বাজেট প্রক্রিয়া অনুসরণ করে এবং আর্থিক স্বচ্ছতা বৃদ্ধির জন্য সংস্কার শুরু করে। পূর্ববর্তী সরকার বাজেট প্রস্তাবনা ও গৃহীত বাজেট প্রকাশ করলেও বছরের...