অন্তর্বর্তী সরকার থেকে ছাত্র প্রতিনিধিদের সরে আসার তাগিদ দিয়েছেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ। তার যুক্তি, তারা সরকারে থেকে দেশ গঠনে তেমন ভূমিকা রাখতে না পারলেও ব্যর্থতার দায় নিতে হচ্ছে তাদের। আর হাসনাত আবদুল্লাহ বলেন, সব দলের সুপারিশে উপদেষ্টা করা হয়েছে, অথচ দোষ দেওয়া হচ্ছে এনসিপিকে। সকালে রাজধানীতে আলোচনা সভায় এসব কথা বলেন নেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের ভরাডুবির পর জনসম্মুখে এলেন আবিদ, হামিম ও মায়েদ। তারুণ্যের রাষ্ট্রচিন্তার তৃতীয় সংলাপে অংশ নেন তারা। রাষ্ট্র ও রাজনীতি নিয়ে তাদের চিন্তা তুলে ধরেন। ডাকসু নির্বাচনে হারলেও শিক্ষার্থীদের জন্য কাজ করার প্রতিশ্রুতি দেন ছাত্রদলের নেতারা। অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ মন্তব্য করেন, সরকারে সব দলের সুপারিশ করা উপদেষ্টা থাকলেও তাদের ব্যর্থতার দায় দেওয়া হয় কেবল...