এক সময়ের এশিয়া মহাদেশের বৃহত্তম আলোচিত সিনেমা হল লোকসানে বোঝা নিয়ে আজ পথে বসেছে। যশোরের ঐতিহ্যবাহী দেশের শ্রেষ্ঠতম ‘মণিহার’ সিনেমা হল ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন মালিকপক্ষ। অব্যাহত লোকসানের কারণে হলটি আর টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না বলে তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন। আজ থেকে ৪২ বছর আগে ১৯৮৩ সালের ৮ ডিসেম্বর যাত্রা শুরু করে যশোরের ঐতিহ্যবাহী ও দেশের সর্ববৃহৎ সিনেমা হল ‘মণিহার’। এটির নকশা করেছিলেন কাজী মোহাম্মদ হানিফ। ১ হাজার ৪৩০ আসন বিশিষ্ট হলটি উদ্বোধন হয় সোহেল রানা-সুচরিতা অভিনীত ও দেওয়ান নজরুল পরিচালিত ‘জনি’ সিনেমা দিয়ে। একসময় মণিহারের এতটাই সুখ্যাতি ছিল যে, সেখানে সিনেমা দেখার জন্য জাপান, কোরিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া, রাশিয়া, ইংল্যান্ডসহ আরো অনেক দেশ থেকেও চলচ্চিত্রপ্রেমীরা সিনেমা দেখতে আসতেন। এই সিনেমা হলটি একসময় ঢালিউডের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে বিবেচিত হতো।...