খালি চোখেই শনিকে দেখার বিরল সুযোগ আসছে। রোববার গ্রহটি পৃথিবীর বিপরীত অবস্থানে পৌঁছাবে, অর্থাৎ পৃথিবী সরাসরি সূর্য ও শনির মাঝখানে অবস্থান করবে। সেই সময় সূর্য, পৃথিবী ও শনি একটি সরলরেখায় অবস্থান করবে, যার ফলে শনিকে আকাশে সবচেয়ে উজ্জ্বল দেখাবে। এ অবস্থায় শনি পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসায় গ্রহটি আকাশে সবচেয়ে বড়ও দেখাবে। পূর্ণিমার চাঁদের মতোই গ্রহটি সম্পূর্ণভাবে সূর্যের আলোয় আলোকিত হয়ে উঠবে। তবে এই বিরল ঘটনা প্রায় ৩৭৮ দিন পরপর মাত্র একবার ঘটে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট লাইভ সায়েন্স। এবারের বিপরীত অবস্থানে বিজ্ঞানভিত্তিক দিন পর্যবেক্ষণের পরিবেশও থাকবে একেবারে অনুকূল। ২১ সেপ্টেম্বর চাঁদ থাকবে নতুন, ফলে এর আলো শনিকে ঢেকে দেবে না। সেদিন সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই গ্রহটি পূর্ব আকাশে উদিত হবে এবং ভোরে পশ্চিমে অস্ত যাবে। পুরো রাতজুড়েই দেখা যাবে...