বলিউডে এখন তুমুল আলোচনায় দীপিকা পাড়ুকোন। কেন তিনি সরে দাঁড়ালেন ‘কল্কি’ সিনেমার সিক্যুয়েল থেকে? শুরুতে শোনা যাচ্ছিল, নাকি অপেশাদার আচরণের কারণে বাদ দিয়েছেন নির্মাতারা। কিন্তু আসল সত্য ভিন্ন। জানা গেল, দীপিকা নিজেই সরে দাঁড়িয়েছেন।প্রথমে সিক্যুয়েলের গল্প এগোচ্ছিল দীপিকাকে ঘিরে। কিন্তু হঠাৎ নির্মাতারা চিত্রনাট্য বদলে দেন। দীপিকার বড় চরিত্রকে নামিয়ে আনা হয় ক্যামিও লেভেলে! এতে অবাক হয়ে যান অভিনেত্রী। ঠিক তখনই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।‘কল্কি’তে অন্তঃসত্ত্বা দীপিকার আগুনের ওপর দিয়ে হাঁটার দৃশ্য দর্শকদের নাড়া দিয়েছিল। তাই সিক্যুয়েলে তাকে না পাওয়ায় অনেক ভক্তই হতাশ।এর মাঝেই নতুন বিপত্তি। দীপিকা ও শাহরুখ খানের বিরুদ্ধে এফআইআর হয়েছে। অভিযোগ, তারা এমন গাড়ির প্রচারে ছিলেন, যার ত্রুটি রয়েছে। সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী বিভ্রান্তিকর বিজ্ঞাপনের দায় তারকারাও নেবেন। বলিউডে এখন তুমুল আলোচনায় দীপিকা পাড়ুকোন। কেন তিনি সরে...