চব্বিশের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের সঙ্গে মিল রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’।শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরের সামনে ‘সম্মিলিত শিক্ষার্থী জোটের’ ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ এ ইশতেহার ঘোষণা করেন। এ সময় সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের জিএস প্রার্থী ফাহিম রেজা ও এজিএস প্রার্থী সালমাল সাব্বিরসহ অন্য প্রার্থীর উপস্থিত ছিলেন।১২ মাসে এ ২৪ দফা সংস্কার বাস্তবায়ন করতে চায় প্যানেলটি। এর মধ্যে বিশেষ গুরুত্ব দিয়ে সাতটি বিষয়কে ‘হ্যাঁ’ এবং সাতটি বিষয়কে ‘না’ বলার কথাও জানিয়েছে প্যানেলটি। ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ যে সাতটি বিষয়কে ‘হ্যাঁ’ বলবে তা হলো- শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ, আবাসন সংকট নিরসন, মানসম্মত খাবার নিশ্চিতকরণ, নিরাপদ ক্যাম্পাস, তথ্য সেবা ও ডিজিটালাইজেশন, সব স্টেকদের মাঝে সুসম্পর্ক...