হান্নান সরকার সরে যাওয়ার পর দীর্ঘদিন ধরে জাতীয় দল নির্বাচক প্যানেলে তৃতীয় পদটি খালি ছিল। অবশেষে সাবেক পেসার হাসিবুল হোসেন শান্তকে দিয়ে সেটা পূরণের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আজ মিরপুরে দুপুরে এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া নারী দল নির্বাচক হিসেবে প্রথমবার একজনকে নারীকে নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি হচ্ছেন সাবেক অধিনায়ক সালমা খাতুন। আগামী ১ অক্টোবর থেকে নারী দলের নির্বাচক হিসেবে কাজ শুরু করবেন সালমা। তার সঙ্গে...