রাজধানীর গুলশান ট্রাফিক সিগনালে দায়িত্ব পালনকালে বিপুল পরিমাণ বিদেশি মদসহ একটি প্রাইভেটকার জব্দ করেছেন সার্জেন্ট আল হেলাল। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। পরে তিনি উদ্ধার করা মদ ও প্রাইভেটকারটি গুলশান থানায় হস্তান্তর করেন। সার্জেন্ট আল হেলাল জানান, সকাল সোয়া ৭টার দিকে দায়িত্ব পালনের সময় কালো রঙের একটি প্রাইভেটকার সড়কের আইল্যান্ডে ধাক্কা খেয়ে চাকা ক্ষতিগ্রস্ত হয়। গাড়ির চালক দ্রুত পালিয়ে গেলে তিনি গাড়ির কাছে গিয়ে বিকট গন্ধ পান। সন্দেহ হলে গাড়ি তল্লাশি চালিয়ে ২২২ বোতল বিদেশি মদ উদ্ধার করেন। পরে তিনি গুলশান থানায়...