ঢাকা: বাংলাদেশের আর্থিক খাতকে আরও স্বচ্ছ ও আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করতে আটটি সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। সম্প্রতি প্রকাশিত ফিসক্যাল ট্রান্সপারেন্সি রিপোর্টে এই সুপারিশগুলো তুলে ধরা হয়েছে।প্রতিবেদনে বলা হয়, অন্তর্বর্তী সরকার পূর্ববর্তী সরকারের প্রণীত বাজেট কাঠামো বহাল রেখেছে। যদিও কাঠামোয় বড় কোনো পরিবর্তন আনা হয়নি, তবে স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে কিছু সংস্কারমূলক পদক্ষেপ নেয়া হয়েছে।এছাড়া প্রতিবেদনে উল্লেখ করা হয়, পূর্ববর্তী সরকার অনলাইনে বাজেট প্রস্তাব ও অনুমোদিত বাজেট প্রকাশ করলেও বছরের শেষ হিসাব সময়মতো প্রকাশ করা হয়নি। বাজেটে ঋণ, আয়-ব্যয় এবং সম্পদ আহরণের তথ্য অন্তর্ভুক্ত থাকলেও বিভিন্ন ক্ষেত্রে ঘাটতি দেখা গেছে। বিশেষ করে, নির্বাহী বিভাগের ব্যয় পৃথকভাবে উপস্থাপন করা হয়নি, যা স্বচ্ছতা নিশ্চিতকরণে একটি বড় দুর্বলতা বলে বিবেচিত।এ ছাড়া নিরীক্ষা সংস্থা পূর্ণাঙ্গ হিসেব যাচাই করতে না পারায় এর স্বাধীনতা নিয়েও প্রশ্ন তুলেছে...