বলিউডের জনপ্রিয় নায়িকা আমিশা পাটেল। ‘কাহো না প্যায়ার হ্যায়’ ছবির মাধ্যমে রাতারাতি জনপ্রিয় হয়েছিলেন তিনি। কিন্তু এত সাফল্যের পরও আজ ৫০ বছর বয়সে এসে এখনো বিয়ে করেননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানালেন অবিবাহিত থাকার আসল কারণ।আমিশা জানান, জীবনে এক সময় তিনি বিয়েতে রাজি ছিলেন। কিন্তু শর্ত ছিল অভিনয় ছেড়ে দিতে হবে। আর সেখানেই বাধলো বিপত্তি। ক্যারিয়ার ছেড়ে দিতে না চাওয়ায় তিনি সেই বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেন।তার ভাষায়, আমি ক্যারিয়ারের জন্য অনেক কিছু হারিয়েছি, প্রেমের জন্যও অনেক কিছু হারিয়েছি। কিন্তু মনে হয়, দুটো ক্ষেত্রেই আমি শিখেছি।আমিশা আরও জানান, সিনেমায় যোগ দেওয়ার আগেই তার একটি সিরিয়াস প্রেম ছিল। দক্ষিণ মুম্বাইয়ের এক ধনী পরিবারের ছেলের সঙ্গে। সবকিছুই ঠিকঠাক চলছিল। কিন্তু তিনি যখন অভিনয়ে আসেন, তখন তার প্রেমিক চাননি প্রিয় মানুষকে জনসম্মুখে দেখতে। আর...