‘বৈষম্যবিরোধী’ ছাত্র আন্দোলনের তিন সাবেক সমন্বয়কের নেতৃত্বে রাকসু নির্বাচনে ঘোষণা হয়েছিলো ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেল। আর সেখান থেকেই সরে দাঁড়ালেন তাদের একজন। এর আগে আরও দুইজন সরে দাঁড়ানোর ঘোষণা দেন। ‘পারস্পরিক বোঝাপড়ার ঘাটতি, রাজনৈতিক সংশ্লিষ্টতা, সাম্প্রতিক বাস্তবতা এবং ব্যক্তিগত কারণ’ — এগুলোই সরে দাঁড়ানোর কারণ বলছেন তারা। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ — রাকসু নির্বাচনে সমন্বয়কদের নেতৃত্বে থাকা আলোচিত ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেল থেকে সর্বশেষ সহ-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী সাবেক সমন্বয়ক আকিল বিন তালেব সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। শুক্রবার রাতে তার ফেইসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ ঘোষণা দেন তিনি। তবে তিনি সিনেটে শিক্ষার্থী প্রতিনিধি হিসাবে নির্বাচন করবেন। কিন্তু স্বতন্ত্র হিসেবে। সরে দাঁড়ানো অন্য দুজন হলেন — মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদপ্রার্থী ফাহির আমিন এবং সহ-মিডিয়া ও প্রকাশনা সম্পাদক প্রার্থী এম শামিম। তারাও...