বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের অভিঘাত ক্রমেই প্রকট হয়ে উঠছে। তাই অতিরিক্ত তাপমাত্রা শুধু জীবনযাত্রাই নয়, অর্থনীতিকেও গভীর ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে। বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, গত এক বছরে অর্থাৎ ২০২৪ সালে তীব্র গরমে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১.৭৮ বিলিয়ন মার্কিন ডলার, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় শূন্য দশমিক তিন থেকে শূন্য দশমিক চার শতাংশ। বিশ্লেষণে বলা হয়েছে, গত চার দশকে বাংলাদেশের গড় সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে প্রায় ১.১ ডিগ্রি সেলসিয়াস। তবে আরও ভয়াবহ বিষয় হলো অনুভূত তাপমাত্রা, যা আর্দ্রতার কারণে ১৯৮০ সাল থেকে বেড়েছে প্রায় ৪.৫ ডিগ্রি সেলসিয়াস। ফলে গরমের কষ্ট বেড়েছে বহুগুণে, বিশেষত ঘনবসতিপূর্ণ নগর অঞ্চলে। এর সরাসরি প্রভাব পড়ছে শ্রমবাজারে। রিপোর্ট অনুযায়ী, শুধু ২০২৪ সালেই তাপজনিত অসুস্থতার কারণে বাংলাদেশে প্রায় ২ কোটি ৫০ লাখ কর্মদিবস নষ্ট হয়েছে।...