আন্তর্জাতিক ক্রিকেট থেকে এখন দূরেই আছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে আলোচনায় ঠিকই আছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। এক পডকাস্ট অনুষ্ঠানে ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার মঈন আলী সাকিবকে এগিয়ে রাখলেন ভারতের অলরাউন্ডার রবিন্দ্র জাদেজার থেকেও। ‘বেয়ার্ড বিফোর উইকেট’ নামে এক পডকাস্ট অনুষ্ঠানে মঈনের সামনে আসে সাকিব-জাদেজার তুলনামূক বিশ্লেষণ। জবাবে মঈন বলেছেন, ‘এটা কঠিন প্রশ্ন। তবে আমার মতে সাকিব খুবই আন্ডাররেটেড (প্রাপ্য মর্যাদা পাননি)। ব্যাটিং-বোলিং দুদিকেই তিনি জাদেজার চেয়ে এগিয়ে। আমি এক্ষেত্রে সাকিবকে বেছে নেব।’ একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরেক ইংলিশ তারকা স্পিনার আদিল রশিদও। তিনি অবশ্য দুজনের তুলনামূলক আলোচনায় কাউকে এগিয়ে রাখেননি। ব্যাটিং-বোলিংয়ের আলাদা বিশ্লেষণে তিনি দুজনকে ভিন্ন ক্যাটাগরিতে রেখেছেন। আদিল রশিদের মতে, বোলিংয়ের দিক থেকে সাকিব ওপরে থাকবেন, তবে ব্যাটিংয়ে এগিয়ে রবীন্দ্র জাদেজা। আন্তর্জাতিক ক্যারিয়ারে সাকিব ৭১ টেস্টে ৪৬০৯ রান...