এশিয়া কাপ সুপার ফোরে রোববার আবারও পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। গ্রুপ পর্বে পাকিস্তানকে হারানোর পর ম্যাচ শেষে করমর্দন এড়িয়ে যায় ভারতীয় দল, যা নিয়ে তৈরি হয় বড় বিতর্ক।পাকিস্তান এমনকি টুর্নামেন্ট থেকে সরে যাওয়ার হুমকিও দিয়েছিল। সুপার ফোরের লড়াইয়ের আগে অধিনায়ক সূর্যকুমার যাদবকে তাই আবারও এই প্রসঙ্গ ঘিরে প্রশ্ন করা হয়। মিডিয়ার এক সদস্য প্রশ্ন করেন, ‘গত ম্যাচে ভারতের ব্যাটিংয়ের পাশাপাশি বাকি সব দিকেই পারফরম্যান্স ভালো ছিল। এবারও কি একই রকম আশা করা যায়?’ প্রশ্নটি আসলে ইঙ্গিত করছিল ‘নো হ্যান্ডশেক’ বিতর্কের দিকে। সূর্যকুমার হাস্যরসের সঙ্গে উত্তর দেন, ‘ওহ, আপনি বলের পারফরম্যান্সের কথা বলছেন তো? হ্যাঁ, অবশ্যই। ব্যাট ও বল দুই দিকেই ভালো সমন্বয় ছিল। পূর্ণ দর্শকে মাঠে খেলে দারুণ লাগে। আমরা শুধু দেশের জন্য সেরাটা দেওয়ার চেষ্টা করি। ’ ‘হাই-প্রেশার’ পাকিস্তান...