২০১২ সালের ২৪ ফেব্রুয়ারি ‘নেসক্যাফে গেটসেট রক’–এর মঞ্চে চ্যাম্পিয়ন হয়ে যাত্রা শুরু করে ব্যান্ড ‘সিক্স’। প্রতিযোগিতায় শুরুতে অংশ নিয়েছিলেন ১০ হাজার মিউজিশিয়ান। ক্যাম্পে সুযোগ পান ১৬৮ জন, যাদের লটারির মাধ্যমে ৬ জন করে ২৮টি ব্যান্ডে ভাগ করা হয়। একে একে কয়েক ধাপ অতিক্রম করে শেষপর্যন্ত ‘সিক্স’ উঠে আসে সবার শীর্ষে। চ্যাম্পিয়ন হওয়ার পরপরই ২০১৩ সালের মার্চে প্রকাশিত হয় তাঁদের প্রথম অ্যালবাম ‘এইতো সময়’। মাত্র পাঁচটি গান নিয়েই এই অ্যালবাম শ্রোতাদের কাছে ব্যান্ডটির অবস্থান দৃঢ় করে। তবে মাত্র দুই বছর পর, ২০১৫ সালে একটি বেসরকারি টেলিভিশনে শেষবারের মতো মঞ্চে ওঠার পর ব্যক্তিগত ও পেশাগত ব্যস্ততায় বিরতিতে চলে যায় ব্যান্ডটি। দীর্ঘ এক দশক পর নীরবতা ভেঙে আবারও ফিরেছেন তাঁরা। চলতি মাসের ১ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে তাঁদের নতুন গান ‘এইতো সময় ২’। প্রথম...