দিন কয়েক আগে প্রধান উপদেষ্টা ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে বলেছেনÑ “নিরাপত্তা বাহিনীর বেষ্টনীর মধ্যে নয়, আমরা এমন একটি রাষ্ট্র চাই, যেখানে সবাই স্বাধীনভাবে নিজের ধর্ম পালন করতে পারবে।” নিঃসন্দেহে তিনি সত্য কথাটিই বলেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতির মধ্যে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করা অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করে। ধর্ম হলো বিশ্বাসের বিষয়, যুক্তির নয়। তাই কারো বিশ্বাসকে অবদমন করা যায় না। কারো পছন্দ-অপছন্দের ভিত্তিতে ধর্মীয় অনুশাসন পালিত হতে পারে না। পূজো-অর্চনা আমরা মান্য নাও করতে পারি, কিন্তু তাকে পদদলিত করতে পারি না। বিগত কয়েক দশক ধরে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কিংবা আদিবাসীদের ধর্মীয় অনুষ্ঠানে প্রশাসনের পোশাকধারী বা সাদা পোশাকের সদস্যদের উপস্থিতি আমরা প্রত্যক্ষ করছি। সমাজে পারস্পরিক অবিশ্বাস ও প্রতিদ্বন্দ্বিতার কারণে প্রতিবেশী ধর্মকে ভালোবাসা, শ্রদ্ধা ও সহমর্মিতার জায়গা ক্রমেই ক্ষয় হচ্ছে।...