বাংলাদেশে সারের মোট চাহিদার বড় একটি অংশই আমদানি নির্ভর। দেশের কারখানাগুলোয় উৎপাদিত কিছু ইউরিয়া সার ছাড়া প্রায় সবই আমদানি করতে হয়। কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে দেশে রাসায়নিক সারের চাহিদা প্রায় ৭০ লাখ টন, যার প্রায় ৮০ শতাংশই আমদানির ওপর নির্ভরশীল। তবে কৃষি মন্ত্রণালয় দাবি করছেÑ দেশে সারের কোনো সংকট নেই। তাদের বক্তব্য, প্রতিবছর চাহিদা বেড়ে গেলে অতিরিক্ত লাভের আশায় একটি মহল কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করে। বাস্তবে প্রতিটি এলাকায় চাহিদার ভিত্তিতে আগেভাগেই সরবরাহ নিশ্চিত করা থাকে। তাই সাপ্লাই চেইন স্বাভাবিক থাকলে সারের ঘাটতি হওয়ার কথা নয়। কিন্তু কৃষকের অভিযোগ ভিন্ন। সরবরাহ না থাকা বা নির্ধারিত দামের চেয়ে বেশি দিয়ে কিনতে বাধ্য হওয়ার নানা অভিযোগ রয়েছে। এর মধ্যেই সার কারখানায় গ্যাসের দাম দেড়শ শতাংশ বাড়ানোর প্রস্তাব নিয়ে গণশুনানি করতে...