ঘটনাটি ২০০১ সালের। জুবিন গার্গের ক্যারিয়ার তখন মধ্যগগনে। আসামীয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে একের পর এক হিট গান উপহার দিচ্ছেন এ শিল্পী। ঠিক ওই বছরেই ‘ধাগ’ নামের এক আসামীয়া সিনেমাতে ‘মায়াবিনী রাতির বুকুত’ গানটি গেয়ে সবার মনে ঝড় তুলে দিলেন জুবিন গার্গ। তারপর হিন্দি-বাংলা সিনেমা মিলিয়ে একগুচ্ছ সুপারহিট গান উপহার দিয়েছেন তিনি। তবে দুদশক পার হলেও ‘মায়াবিনী রাতির বুকুত’ গানটির জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাঁটা পড়েনি। সেটা জুবিন সম্ভবত নিজেও উপলব্ধি করেছিলেন! তাই বোধহয় বছর দুয়েক আগে আসামের এক অনু্ষ্ঠানে মঞ্চে গাইতে উঠে ‘মায়াবিনী’ গানটি ধরার আগে গায়ক বলেছিলেন, ‘আমার মৃত্যু হলে আসামের বুকজুড়ে এই গানটিই বাজবে।’ জুবিন গার্গের সেই ভবিষ্যদ্বাণীই যেন অক্ষরে অক্ষরে ফলে গেল! শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে জুবিনের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে থমথমে আসাম! চারদিকে শোকের ছায়া নেমে আসে।...