প্রায় আট মাস তালেবানের হাতে বন্দি থাকার পর কাতারের মধ্যস্থতায় মুক্তি পেয়েছেন দুই ব্রিটিশ নাগরিক পিটার ও বার্বি রেনল্ডস। শুক্রবার সকালে মুক্তি পাওয়ার পর তাদেরকে দোহায় নিয়ে যাওয় হয়। সেখানে মেয়ে সারা এনটউইসলের দেখাও পেয়েছেন তারা। প্রয়োজনীয় মেডিকেল চেকআপ শেষে এ দুই ব্রিটিশ-আফগান যুক্তরাজ্যে রওনা হবেন। বিবিসি লিখেছে, গত ১ ফেব্রুয়ারি আফগানিস্তান ছাড়ার সময় আটক হন দীর্ঘদিন ধরে বামিয়ান প্রদেশে বসবাস করা ৮০ বছর বয়সী পিটার ও ৭৬ বছরের বার্বি। প্রায় দুই দশক আফগানিস্তানে বসবাসের পর ওইদিন দেশে ফেরার প্রস্তুতি নিয়েছিলেন তারা। তালেবান বলছে, এ দম্পতি আফগান আইন ভেঙেছিলেন। বিচার প্রক্রিয়া শেষেই তাদের মুক্তি দেওয়া হয়েছে। তবে তারা কী আইন ভেঙেছিলেন কিংবা তাদেরকে আটকের কারণই বা কী ছিল, তা কখনোই আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। দোহায় অবতরণের পর কাতার ও ব্রিটিশ প্রতিনিধিদের...