২০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১২ পিএম গত সপ্তাহে গুঞ্জন উঠেছে মা হচ্ছেন ক্যাটরিনা কাইফ। সঙ্গে জানা যায় সন্তান জন্মের সম্ভব্য সময়। এবার প্রকাশ্যে এলো অন্তঃসত্তা ক্যাটরিনার বেবিবাম্প। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। ছবিগুলোতে দেখা যায় চেরি রঙয়ের একটি গাউন পরেছেন ক্যাটরিনা। চোখেমুখে তৃপ্তির ছাপ। চেহারা অস্পষ্ট হলেও ভক্তদের চিনতে অসুবিধা হয়নি ক্যাটকে। তাদের ধারণা, মাতৃত্বকালীন শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী। এদিকে অন্তঃসত্তা ক্যাটরিনাকে দেখে নানা রপন মন্তব্য ভক্তদের। কেউ লিখেছেন, তিনি আর অপেক্ষা করতে পারছেন না। কারও দাবি, ক্যাটরিনার মা হওয়ার খবরে তিনি ছেলেমানুষের মতো খুশি। এর আগে ক্যাটরিনার মা হওয়ার খবর দিয়ে এক সূত্র জানায়, চলতি বছর-ই অভিনেত্রীর কোলে আসবে নতুন অতিথি। আগামী অক্টোবর কিংবা নভেম্বরে সন্তান জন্ম দিতে পারেন নায়িকা। তবে...