বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যা মামলায় সাজাভোগ করা মুশফিক উদ্দীন টগরের (৫০) বিরুদ্ধে লালবাগ থানায় দায়ের করা অস্ত্র আইনের মামলায় ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। শনিবার (২০ সেপ্টেম্বর) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালত এ আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, এ দিন মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) মতিয়ার রহমান বুলবুল ৫ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ঢাকার আজিমপুর এলাকা থেকে বৃহস্পতিবার বিকালে টগরকে আটক করে র্যাব-৩। শুক্রবার বিকালে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন র্যাব-৩ এর ডিএডি (কোম্পানি কমান্ডার) মো. খালেকুজ্জামান। র্যাব বলেছে, সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে অস্ত্র সংগ্রহ করে ঢাকায় এনে বিভিন্ন...