চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ও ইসলামী ছাত্র মজলিসের সমন্বয়ে গঠিত নতুন প্যানেল ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ ঘোষণা করা হয়েছে।শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টায় ক্যাম্পাসের কলার ঝুপড়ির সামনে এ ঘোষণা দেন শাখা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক তামজিদ উদ্দিন।এ সময় তারা অভিযোগ করেন, নির্বাচনী পরিবেশ এখনো অনিশ্চিত এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে শঙ্কা রয়ে গেছে। তারা প্রক্টর ও প্রক্টরিয়াল বডির পদত্যাগের দাবি জানান।প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাখা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী তামজিদ উদ্দিন। সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইসলামী ছাত্র মজলিসের শাখা সভাপতি ও আরবি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাকিব মাহামুদ রুমি। আর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ছাত্র অধিকার পরিষদের শাখা সদস্য সচিব...