রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের জন্য ভোটগ্রহণের কেন্দ্র ও বুথ স্থাপনের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নির্বাচনে নয়টি একাডেমিক ভবনে ১৭টি কেন্দ্রে মোট ৯৯০টি বুথের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের সদস্য ও ভোট কেন্দ্র স্থাপন বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ আব্দুল হান্নান সাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।আরো পড়ুন:রাকসু নির্বাচনে এক বিভাগ থেকেই ভিপিসহ ২২ প্রার্থীরাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উত্তাল রাতের ক্যাম্পাস রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উত্তাল রাতের ক্যাম্পাস বিশ্ববিদ্যালয়ের মমতাজউদ্দিন একাডেমিক ভবনে সমাজকর্ম বিভাগের ১৫৬ নম্বর কক্ষে ভোট দেবেন মন্নুজান হলের ভোটাররা, ইসমাইল হোসেন সিরাজী একাডেমিক ভবনে ভোট দেবেন দুইটি হলের ভোটাররা। এদের মধ্যে ভবনের উত্তর গেট দিয়ে প্রবেশ করে ১২৮ নম্বর কক্ষে জুলাই-৩৬ হল...