২০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১০ পিএম ইনউনাইটেড লীগ অব আরাকান ও রাখাইন ন্যাশনাল ফেডারেশনের এক বিবৃতিতে বলা হয়েছে, আরাকান অঞ্চল সমগ্র আরাকানের জনগণের সহজাত স্বপ্ন এবং আরাকান ন্যাশনাল লীগ/আরাকানিস আর্মির সামরিক লক্ষ্য, নিঃশর্তভাবে আরাকান জনগণের কাছে হস্তান্তর নিশ্চিত করার জন্য কঠোর পরিশ্রম করছে। সংগঠনটির পক্ষ থেকে আজ ১৯ সেপ্টেম্বর জারি করা বিবৃতিতে বলা হয়, একই সাথে অধিকৃত অঞ্চলগুলিতে জনসেবা এবং জননিরাপত্তার দায়িত্ব নেওয়ার পাশাপাশি ফ্যাসিস্ট সন্ত্রাসী সামরিক কাউন্সিলের (সামরিক কমিশন) এর আক্রমনগুলোর পাল্টা প্রতিরোধে প্রতিদিন আরাকান অঞ্চলের উপকণ্ঠে যুদ্ধ পরিচালিত করছে। দীর্ঘ আরাকান-বাংলাদেশ সীমান্তে এবং মংডু জেলার কিছু অংশে জনসাধারণের জন্য সম্পূর্ণ নিরাপত্তা প্রদান করতে আরাকান সেনাবাহিনীর ব্যর্থতার সুযোগ নিয়ে ইসলামী চরমপন্থী আরশা এবং আরএসও জঙ্গিরা বাংলাদেশে নিজেদের প্রতিষ্ঠিত করেছে এবং নাফ নদী এবং...