আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি ২০ সেপ্টেম্বর, ২০২৫, ১৬:০৩:৪৩ NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। খাগড়াছড়ি: দীঘিনালার মেরুং ইউনিয়নের রথীচন্দ্র কার্বারী পাড়ায় গিয়ে চোখে পড়ে এক অপার্থিব দৃশ্য। পাহাড়ি জনপদের বুকে বাতাসে দুলতে থাকা কাশফুল যেন শরতের আগমনী বার্তা নিয়ে হাজির হয়েছে। শুভ্রতায় মোড়া এই কাশবন প্রতিদিনই টেনে নিচ্ছে অসংখ্য দর্শনার্থীকে।বর্ষা বিদায় নিয়েছে, শরতের আবির্ভাব প্রকৃতিকে দিয়েছে নতুন এক সাজ। বাংলার কবিদের কাব্যে যে শরৎ ধরা দেয় শুভ্র কাশফুলে, দীঘিনালার পাহাড়জুড়ে আজ যেন তারই বাস্তব প্রতিচ্ছবি। পাহাড়ি ঝর্ণার তীর, ছোট-বড় টিলা আর ফাঁকা জমিনে সারি সারি কাশফুলের শোভা মন কাড়ছে পথচারী ও প্রকৃতিপ্রেমীদের। সকাল-বিকেল বাতাসে দোল খাওয়া কাশফুল এনে দিচ্ছে অন্যরকম আবহ।শরতের রূপ কবিদের কলমে যেমন ফুটে উঠেছে, তেমনি দীঘিনালার কাশবনেও যেন তার প্রতিচ্ছবি। রবীন্দ্রনাথ লিখেছিলেন...