বন্ধু তুমি-শত্রু তুমি। এই কথার উৎকৃষ্ট উদাহরণ বাংলাদেশের ক্রিকেটের বড় দুই তারকা তামিম ইকবাল ও সাকিব আল হাসান। দীর্ঘদিন ধরে টাইগার ক্রিকেটের লাগাম ধরে রাখা এই দুই তারকার মধ্যেকার সম্পর্ক নিয়ে ভক্ত মহলে নিয়মিত চর্চা হয়। সেখানে নতুন তথ্য দিয়ে তামিম বললেন- সাকিবের বিপদে অবশ্যই এগিয়ে যাবো। ক্যারিয়ারের শুরুর দিক থেকে সাকিব-তামিমের মধ্যে ছিল ঘনিষ্ঠ সম্পর্ক। কিন্তু সময় যত গড়িয়েছে, সম্পর্ক তত শীতল হয়েছে। তামিম-সাকিবের পুরোনো বন্ধুত্ব আর নেই। তবে আগের মতো ঘনিষ্ঠ না হলেও সম্পর্ক অতটাও খারাপ নয় বলে মন্তব্য করেছেনতামিম। সম্প্রতি একটি গণমাধ্যমের সঙ্গে আলাপাকালে তামিম জানান, সম্প্রতিই ফোনে কথা হয়েছে সাকিব আল হাসানের সঙ্গে। বাইরে থেকে মানুষজন তাদের সম্পর্ক যতটা খারাপ ভাবে, বাস্তবে সম্পর্ক অতটা খারাপ নয়। দেশসেরা এই ওপেনার বলেন, আমার সাথে সাকিবের কথা হয়েছে। যখন...