ভারত যদি পাকিস্তানের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে, তাহলে সৌদি আরব পাকিস্তানের পাশে দাঁড়াবে এমনটাই জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, সম্প্রতি সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সই হওয়া চুক্তিতে কৌশলগত পারস্পরিক সহযোগিতার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। জিও টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ ন্যাটো-এর অনুচ্ছেদ ৫-এর সঙ্গে এই চুক্তির তুলনা করেন, যেখানে বলা হয়েছে একটি সদস্য দেশের উপর হামলা হলে তা পুরো জোটের উপর হামলা হিসেবে বিবেচিত হবে। তবে তিনি স্পষ্ট করে জানান, এই চুক্তিটি আক্রমণাত্মক নয় বরং প্রতিরক্ষামূলক। তিনি বলেন, যদি সৌদি আরব বা পাকিস্তানের বিরুদ্ধে আগ্রাসন হয়, তাহলে আমরা যৌথভাবে প্রতিরোধ করব। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি জানান, আমাদের...