বাংলাদেশি সিনেমার ইতিহাসে ১৯৬৪ সাল এক বিশেষ বছর। সে বছর মুক্তি পায় সুভাষ দত্ত পরিচালিত ‘সুতরাং’, যেখানে জমা হয় একের পর এক ‘প্রথমের’ গল্প।নায়িকা কবরী (আসল নাম মীনা পাল) কিশোরী বয়সে প্রথমবারের মতো অভিনয় করেন এই ছবিতে। অভিনয়ের টানে চট্টগ্রাম থেকে ঢাকায় আসা তাঁর যাত্রাই শুরু হয়েছিল ‘সুতরাং’ দিয়ে।কবরী পরে স্মৃতিচারণে বলেছিলেন-সুভাষ দত্তই ছিলেন তাঁর প্রথম অভিনয়ের শিক্ষক। এমনকি অভিনয়ের খুঁটিনাটি শেখাতে গিয়ে দত্ত সাহেবের চড়ও খেতে হয়েছিল তাঁকে।সুভাষ দত্ত নিজেও এই ছবির মাধ্যমে প্রথমবার পরিচালনায় নাম লেখান। শুধু তাই নয়, অভিনয়েও এটি ছিল তাঁর প্রথম চলচ্চিত্র।সত্য সাহা এই ছবিতেই প্রথমবার সঙ্গীত পরিচালনার দায়িত্ব পান। সৈয়দ শামসুল হক লিখেছিলেন ছবির চিত্রনাট্য ও সংলাপ, পাশাপাশি সবকটি গানের গীতিকারও ছিলেন তিনি।এই ছবিতেই ঘটে আরও কিছু প্রথম যেমন- ফেরদৌসী রহমান ও মোস্তফা জামান...