বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) নেত্রী শ্যামলী সুলতানা জেদনীর সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আবদুল হান্নান মাসউদ।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) জীবনের নতুন এই অধ্যায় শুরুর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নিয়ে একটি পোস্ট ভাইরাল হয়েছে। খবর প্রকাশের পর থেকেই তার বাগদত্তা জেদনীকে নিয়ে আলোচনা শুরু হয়। তার আইডি থেকে হান্নান মাসউদকে কটাক্ষ করে দেওয়া পোস্টের স্ক্রিনশট বেশ ভাইরাল হতে শুরু করে। ‘শ্যামলী সুলতানা জেদনী ২ মাস আগে হান্নান মাসউদকে ভিক্ষুকের বাচ্চা বলে ফেসবুকে পোস্ট দিয়েছেন এবং এরপর জেদ থেকেই হান্নান মাসউদ সেই মেয়েকে জোরপূর্বক বিয়ে করছেন’ শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়। তবে দাবিটি মিথ্যা বলে জানিয়েছে ফ্যাক্ট চেক সাইট রিউমার স্ক্যানার।রিউমার স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, বাগছাস নেত্রী শ্যামলী...