এবারের এশিয়া কাপে প্রথম দেখায় ভারতের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান। গ্রুপ পর্বে সালমান আলি আগাদের ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ভারতীয় দল। ম্যাচটি দেখে মনে হয়েছে, ভৌগোলিকভাবে দুই প্রতিদ্বন্দ্বী দলের ক্রিকেটীয় দ্বৈরথ এখন কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ। শুধু ভারতই নয়, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচেও দাপট দেখাতে পারেনি পাকিস্তান। আগে ব্যাট করে ৯ উইকেটে মাত্র ১৪৯ রান করেছিল মাইক হেসনের শিষ্যরা। যদিও ম্যাচটি ৪১ জিতেছিল ম্যান ইন গ্রিনরা। পাকিস্তান দলের টানা ব্যর্থতায় তীব্র সমালোচনা করেছেন ভারতে সাবেক ক্রিকেটার মদন লাল। তার দাবি, পাকিস্তানের বর্তমান দল কোনো ক্লাসের মধ্যেই পড়ে না। মদল লাল বলেন, ‘তাদের দেশের অবস্থা দেখুন, তারা সবকিছুতেই ভুগছে। একসময় তাদের এত প্রতিভাবান ক্রিকেটার ছিল, কিন্তু গত পাঁচ-ছয় বছর ধরে তাদের দলের মান একেবারেই নেই। বর্তমান যে দল খেলছে, তাতে...