আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা (আইএইএ) এবং রসাটমের অলাভজনক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান রসাটম কর্পোরেট একাডেমি বিভিন্ন শিক্ষামূলক প্রোগ্রাম, সেমিনার এবং কৌশলগত সেশনের আয়োজন করবে। এর লক্ষ্য হলো পরমাণু শিল্পে নারী এবং যুব সম্প্রদায়ের অধিকতর অংশগ্রহণ উৎসাহিত করা। সম্প্রতি ভিয়েনায় সমাপ্ত আইএইএ’র ৬৯তম বার্ষিক সম্মেলনের সাইডলাইনে উভয় প্রতিষ্ঠান দুই বছর মেয়াদী এতদসংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে। আইএইএ’র মহাপরিচালক মিখাইল চুদাকভ এবং রসাটম কর্পোরেট একাডেমির মহাপরিচালক ইউলিয়া উঝাকিনা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। রসাটমের মানবসম্পদ বিভাগের মহাপরিচালক তাতিয়ানা তেরেন্তিয়েভা এ সময় উপস্থিত ছিলেন। মিখাইল চুদাকভ তার মন্তব্যে বলেন, আজকে আমরা এমন একটি মাইলফলক চুক্তি স্বাক্ষর করেছি যার মাধ্যমে রসাটমের সঙ্গে আমাদের দীর্ঘ মেয়াদী এবং ফলপ্রসূ সহযোগিতার ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের উন্মোচন হলো। আইএইএ’র সহযোগিতা কেন্দ্রের সম্মানজনক মর্যাদা প্রাপ্তির ক্ষেত্রে রসাটম কর্পোরেট একাডেমির জন্য...