জনপ্রিয় ফোর হুইলার নির্মাতা সংস্থা মারুতি সুজুকি নতুন গাড়ি আনলো বাজারে। ভিক্টোরিস নামের গাড়িটি নজর কাড়ছে ক্রেতাদের। এর ফিচারগুলো আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে গাড়িটিকে। ফ্লাশ ডোর হ্যান্ডেল না থাকলেও ডুয়াল-টোন পাবেন এই গাড়িতে। যেখানে পেছনের অংশটি ব্লকের মতো প্যাটার্নের সঙ্গে সংযুক্ত টেল-ল্যাম্পের জন্য রাতে দারুণ দেখাচ্ছে। ক্ল্যাডিং, ১৭ ইঞ্চি অ্যালয় ও বিল্ড কোয়ালিটি বেশ ভালো। ভিক্টোরিসের ভেতরটা খুব বেশি লম্বা না হওয়ায় ভেতরে ঢোকা ও বের হওয়া যাত্রীদের জন্য সহজ। কারণ এটি এখন পর্যন্ত তাদের সেরা কেবিন। স্তরযুক্ত ড্যাশবোর্ড ও সফট টাচ উপকরণগুলো একটি প্রিমিয়াম স্পর্শ যোগ করে এই গাড়িতে। তবে জানালার সুইচগুলো অন্যান্য মারুতি গাড়ির মতোই রেখেছে কোম্পানি। গাড়ির প্রধান টাচস্ক্রিনে স্মার্টপ্লে প্রো এক্স সহ ইনফোটেইনমেন্ট সিস্টেম রয়েছে। এটি স্লিক টাচ রেসপন্স সহ দুর্দান্তভাবে কাজ করে। এর সঙ্গে...